খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: পপ আইকন, সুপারস্টার, যাকে বলা হয় পপ জগতের কিংবদন্তী, ‘প্রিন্স’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রিন্স রজার্স নেলসন আর নেই। সাতবারের গ্র্যামি পুরষ্কার বিজয়ী মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন। আজ যুক্তরাষ্ট্রের সময় সকাল ১০টা ৭ মিনিটে মিনেসোটা রাজ্যে তার নিজের পেইসলি পার্ক এস্টেটে একটি লিফটের মধ্যে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
পার্ক এস্টেটের ঐ বাড়িতে প্রিন্সের শারিরীক অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়লে চিকিৎসা সহায়তার জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পর হাসপাতালে তার মৃত্যু ঘটে।
উল্লেখ্য, ১৯৮০ সালে প্রিন্স তার “১৯৯৯”, “পার্পল রেইন” এবং “সাইন ও’ দ্য টাইম” শিরোনামের অ্যালবামগুলোর কারণে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পীতে পরিণত হন। প্রিন্সের গানের রেকর্ড ১০ কোটির অধিক বিক্রি হয়েছে।