খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: একের পর এক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসানের। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
এবার জানা গেলো নতুন খবর। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। সিনেমাটির নাম ‘ভালোবাসার শহর- সিটি অব লাভ’।
এটি নির্মাণ করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন হৃতিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও সোহেলি সরকার। আগামী মে মাসের শেষদিকে এটি ইউটিউবে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘প্রথমবার কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। সিনেমাটির বিস্তারিত এখনই বলতে চাই না। তবে সিনেমাটির গল্প খুবই সুন্দর। সবার ভীষণ ভালো লাগবে।’
এদিকে চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া অভিনীত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’। মুক্তির পর এটি দারুণ প্রশংসিত হয়েছে। এ মুহূর্তে দেশে ‘খাঁচা’ নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মাণাধীন এ ছবিটি পরিচালনা করছেন আকরাম খান।