Sun. Sep 21st, 2025
Advertisements

11খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার একটি প্রত্যন্ত অঞ্চলে নির্মাণ শ্রমিকদের একটি ক্যাম্প ধসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে এ দুর্ঘটনাটি ঘটে। অরুণাচল প্রদেশ তিব্বত সীমান্তে অবস্থিত। চীন এর একটি অংশের মালিকানা দাবি করে আসছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এএফপির খবরে আরো বলা হয়, তাবাং জেলার ওই ক্যাম্পে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। শ্রমিকরা ঘটনার সময় ঘুমিয়ে ছিল। তারা একটি হোটেল নির্মাণ করছিল। জেলাটি সমুদ্র স্তর থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।
এ ব্যাপারে তাবাংয়ের পুলিশ সুপার অন্তো আলফোনস বলেন, ‘পুলিশ ও জরুরি কর্মীরা এই ঘটনায় ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তুপের নিচে আরো একজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় তিন শ্রমিক সামান্য আহত হয়েছেন। ভূমিধসের সময় ওই স্থানে মোট ২০ জন কাজ করছিলেন।’
ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।