Sun. Sep 21st, 2025
Advertisements

12খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: আবারো ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডর। গত ১৬ এপ্রিল ৭.৮ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পের পর প্রতিদিনই বেশ কয়েকটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। আজ শনিবার দেশটির উপকূলে নতুন করে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৮।
বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় মুইজনি থেকে ১৬ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে এতে নতুন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।