Wed. Sep 17th, 2025
Advertisements

15খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: জনপ্রিয় বলিউড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ধুম-এর পরবর্তী সিনেমা ‘ধুম রিলোডেড’-এ নেতিবাচক চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এ নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এই খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে সাল্লু ভাইয়ের বিপরীতে এ সিনেমায় দেখা যাবে অভিনেত্রী বাণী কাপুরকে।
বলিউডে চলতি বছরে দেখা গেছে বেশ কয়েকটি নতুন জুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নির্মাতারা সিনেমায় সালমান খান এবং বাণী কাপুরকে নিতে চাইছেন। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক যোঘণা দেননি তারা।
২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমার মধ্যে বলিউডে পা রাখেন বাণী কাপুর। বর্তমানে রণবীর সিংয়ের বিপরীতে বেফিকর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। অন্যদিকে সালমান এখন ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা সুলতান-এর শুটিং নিয়ে। সিনেমায় একজন কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমায় আরো অভিনয় করছেন আনুশকা শর্মা।