Thu. Sep 18th, 2025
Advertisements

21খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: শিবির কর্মীদের হটিয়ে ছাত্রলীগের নিয়ন্ত্রণে নেয়া চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজে এবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ৪ জন নেতাকর্মী আহত হয়েছে।

শনিবার দুপুরে অধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বহিরাগত ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ক্যাম্পাসে ফাঁকা গুলি চালায় ছাত্রলীগের এক পক্ষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

সংর্ঘষে আহতরা হলেন-ফখরুদ্দিন ফয়সাল (২২) অসিম পাল (২২), মাইমুন উদ্দিন মামুন (২১) ঐশিক পাল জিতু (২১) নামে ৪ জন আহত হয়।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, বহিরাগতদের সাথে কলেজ ছাত্রলীগের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ক্যাম্পাসে গুলির শব্দ শুনা গেলেও কারা গুলি করেছে আমরা বলতে পারি না। এ ব্যাপারে অনুসন্ধ্যান চলছে। ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় চকবাজার যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু সমর্থিত ছাত্রলীগ নেতা পাভেল গ্রুপের কর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে মহসিন কলেজ ক্যাম্পাসে গেলে এসময় কলেজ ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়। এসয়য় উভয় গ্রুরে মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এসময় বহিরাগত পাভেল গ্রুপ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।

উল্লেখ্য গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে ছাত্রলীগ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে র‌্যাব পুলিশের সহযোগিতায় শিবির কর্মীদের হটিয়ে চট্টগ্রাম কলেজ এবং পাশ্ববর্তি মহসিন কলেজ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু বলেন, বহিরাগত কিছু সন্ত্রাসী মহসিন কলেজে হামলা করেছে। তারা ছাত্রলীগের কেউ না।