Sun. Sep 21st, 2025
Advertisements

20খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রোববার থেকে দু'দিনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার রাতে শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অধ্যাপক রেজাউল হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে বাগমারা ছাত্রবন্ধন নামের একটি সংগঠন। রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাগমারা উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও ওই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।

এদিকে তৃতীয় দফা জানাজা শেষে নিহত অধ্যাপক রেজাউল করিমের মরদেহ শনিবার রাতে বাগমারা উপজেলার দরগামাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার পর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বাসা থেকে ১৫০ গজ দূরে নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে।

এ ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে শনিবার বিকেলে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।