Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: ইউটিউবে প্রকাশিত হয়েছে হাবীব ও হৃদয় খানের একটি ভিডিওবার্তা। যেখানে তারা সুন্দরী মেয়েদের নিয়ে খুনসুটি করেছেন। এই দুই সঙ্গীত শিল্পীর খুনসুটির ভিডিওটিও ব্যাপক সাড়া ফেলেছে অনলাইন দুনিয়ায়।
ভিডিওতে দেখা যায় গাড়িতে বসে কথা বলছেন তারা। হৃদয় খানের মুঠোফোনে ধারণ করা ঐ ভিডিও বার্তায় কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করা নিয়ে কথা বলার ফাঁকে সুন্দরী মেয়েদের নিয়ে তারা খুনসুটি করেন।
ভিডিও বার্তায় হাবীব একটি আড্ডার কথা উল্লেখ করে বলেন, ‘কিছু দিন আগে আমরা কয়েকজন মিউজিশিয়ান বন্ধু ঢাকার বাইরে ঘুরে আসার প্ল্যান করছিলাম। তখন একজন বললেন ওই সফরে যদি সুন্দরী মেয়েরা না যায় তাহলে তো হৃদয় খানের জন্য ইনজাস্টিস হবে!’
হাবীবের কথার প্রেক্ষিতে আবার হৃদয় খান বলেন, ‘না না একদম ভুল কথা। আপনি আসল কথাটা ইগনোর করছেন। সেখানে বলা হয়েছে- ওই ট্যুরে যদি সুন্দরী মেয়েরা না আসে তাহলে হাবিব ওয়াহিদ এবং হৃদয় খানের প্রতি অবিচার হবে!’
এরকমই খুনসুটি চলছিল ঐ ভিডিওবার্তায়। তবে খুনসুটির এক পর্যায়ে হৃদয় খান জানান এরকম খুনসুটি চলবে এবিসি রেডিওর ‘এইচকে শো’তে। সবাইকে সেই প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ করেন।
হৃদয় খানের সঞ্চালনায় ২৩ এপ্রিল শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নিবেন হাবীব।