Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমায় ভিন ডিজেলের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার এ পথে পা রাখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাও আবার টম ক্রুজের মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
হলিউডের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মামি’র চতুর্থ কিস্তিতে হাজির হতে পারেন তিনি। তবে ছোট কোন চরিত্রে নয়, মুখ্য চরিত্রে টম ক্রুজের বিপরীতে অভিনয় করবেন বাদলপুর গার্ল খ্যাত এই অভিনেত্রী। এ জন্য নাকি অডিশনও দিয়েছেন হুমা। সব কিছু ঠিক থাকলে হলিউড যাত্রা করবেন তিনি। এখন শুধু এ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের উত্তরের অপেক্ষা।
বছর তিনেক হলো বলি দুনিয়ায় পা রেখেছেন হুমা। ইতোমধ্যেই ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে ‘বাদলাপুর’ পর্যন্ত অনেকেরই চোখে ‘স্বপ্ন কে রানি’ এই অভিনেত্রী।