খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্য র্সাচ’ সিনেমায় ক্যাপ্টেন ববি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষিক্ত হন ইয়ামিন হক ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’-এর মতো সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন ববি। এবার তিনি নামের আগে যোগ করলেন বাংলাদেশের প্রথম সুপারহিরো সিনেমা ‘বিজলী’র তকমা। সিনেমাটিরও প্রযোজকও তিনিই।
আইটেম গান, রেমান্টিক বা মারদাঙ্গা চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করলেও এই প্রথমবার একজন নারী সুপারহিরো চরিত্রে ‘বিজলী’ সিনেমায় দেখা যাবে তাকে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস সিনেমাতে অর্থ লগ্নি করছে বলেই কি ‘বিজলী’ চরিত্র লুফে নেয়া?
এমন প্রশ্নে ববি হেসেই খুন। বললেন, “বিষয়টি মোটেই এমন নয়। বরং আমি নায়িকা বলেই সিনেমার প্রযোজক হয়েছি। সিনেমার গল্পটা যখন আমাকে ‘বিজলী’ চরিত্রের জন্য শোনানো হলো, তখন এর কনসেপ্ট আমার খুবই ভালো লাগে। তখনই মনে হলো আমি কেনো সিনেমাটার পুরো বিষয়টার সাথে নিজেকে সম্পৃক্ত করছি না। গল্পের কনসেপ্টের মধ্যে একটা নতুনত্ব রয়েছে। সত্যি বলতে সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি।”
‘বিজলী’ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার ছেলে রণবীর। পত্রিকার ফটোশুট ও মঞ্চের কিছু অভিজ্ঞতা নিজের ঝুড়িতে থাকলেও রূপালি দুনিয়ায় একেবারেই আনকোড়া তিনি। অন্যদিকে ববির ঝুড়িতে রয়েছে অনন্ত জলিল, শাকিব খান, সায়মন সাদিক, বাপ্পী চৌধুরী সঙ্গে কাজের অভিজ্ঞতা। সেক্ষেত্রে নতুন মুখের সন্ধান কেনো?
এমন প্রশ্নের উত্তরে ববির সাফ জবাব, “আমরা নায়ক সংকটে ভুগছি। কারণ শাকিব খান এতোই ব্যস্ত, তার শিডিউল পাওয়া খুবই কঠিন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফিন শুভ ও বাপ্পী চৌধুরী– তারাও সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত। তাছাড়া একটি জিনিস খেয়াল করা উচিত ‘বিজলী’ সিনেমাটি নারীকেন্দ্রীক সিনেমা। নারীকেন্দ্রীক সিনেমায় অনেকে কাজ করতে চাইলেও তাদের সময় হয়ে ওঠে না, আবার অনেকেই নারীকেন্দ্রীক সিনেমায় কাজ করতে অনাগ্রহী। তবে এই সিনেমায় চরিত্রের প্রয়োজনেই রণবীরকে কাস্টিং করা হয়েছে।”
‘বিজলী’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী ববি। ‘বিজলী’ তার নামের মতোই ঢাকাই সিনেমার ক্রান্তিলগ্নে সবাইকে চমকে দেবে বলেই বিশ্বাস এই তারকার।
“এই সিনেমার মাধ্যমে আমি বিজলীর মতোই চমকাতে চাই। সিনেমার গল্পটি খুবই সুন্দর। দর্শকের খুবই ভালো লাগবে। বলতে গেলে ‘বিজলী’ সিনেমায় অনেক ধরনের চমকই রয়েছে। সিনেমাতে আমি ছাড়াও বিভিন্ন ধারার অনেক গুণী শিল্পীরা এই সিনেমায় অভিনয় করছেন। আসলে ‘বিজলী’ সিনেমাটা সবার জন্য সারপ্রাইজ থাকবে।