Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হবে তৌকীর আহমেদ পরিচালিত‘অজ্ঞাতনামা’। উৎসবের মূল ভবন প্যালেস দ্যু ফেস্টিভ্যালের প্যালেস আইতে ১৭ মে সন্ধ্যা ৬টায় ছবিটি প্রদর্শিত হবে। কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রযোজকরা উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থের বিনিময়ে নাম নিবন্ধন ও প্রদর্শনী ভাড়া নিয়ে নিজেদের ছবি দেখাতে পারেন। মূলত আন্তর্জাতিক পরিবেশক পেতে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বিক্রয় ও বিপনন) ইবনে হাসান খান ও পরিচালক তৌকীর।

এদিকে ইতালির ‘গাল্ফ অব ন্যাপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ অফিসিয়াল সিলেকশন বিভাগে প্রদর্শিত হবে ‘অজ্ঞাতনামা’। অক্টোবরের শেষদিকে এ উৎসব অনুষ্ঠিত হবে।
মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুন, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।