Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬:  লাক্স তারকা বিদ্যা সিনহা মিম কিছুদিন আগে নিউ ইয়র্ক গিয়েছিলেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঢালিউড অ্যাওয়ার্ড শোতে অংশ নেন। সম্প্রতি দেশে ফিরেছেন এ অভিনেত্রী। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকা এ তারকা ঈদের বিশেষ নাটকেও এর আগে কাজ করেছেন। তাই এবারের রোজার ঈদের জন্য তার হাতে বেশকিছু স্ক্রিপ্ট জমা হয়ে আছে।
অনেক নির্মাতা তাকে কাজের জন্য তাগাদা দিচ্ছেন। তবে মিম একটি সিদ্ধান্ত নিয়েছেন। কি সে সিদ্ধান্ত জানতে চাইলে বলেন, দেশে ফেরার পর থেকে অনেকে নাটকে কাজ করার জন্য বলছেন। আমিও ভেবেছি এবার একটি মাত্র নাটকে কাজ করব। সেক্ষেত্রে নাটকটি হতে হবে ভালো বাজেটের। আর এর পাশাপাশি আমার কাছে নাটকের গল্পটাও গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে গেলেই কেবল ঈদের একটি নাটকে দেখা যাবে আমাকে।
এদিকে ১১ই মে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করবেন বিদ্যা সিনহা মিম। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। এ প্রসঙ্গে মিম বলেন, অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় একটা অর্জন। প্রধানমন্ত্রীর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করব এটা ভেবে আমার খুব ভালো লাগছে।
উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম সবশেষ ওপার বাংলার অভিনেতা সোহমের বিপরীতে ‘ব্ল্যাক’ ও ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’ ছবিতে রিয়াজ এবং বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন। শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।