Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: নির্মিত হয়েছে একক নাটক ‘এখন সময় ৪:৪৫ মিনিট’। হারুণ রুশোর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা। এখানে প্রভাকে দেখা যাবে কবি চরিত্রের তারিক আনাম খানের কবিতার ভক্ত হিসেবে।
নাটকের গল্পে দেখা যাবে- দেশবিখ্যাত কবি হাসনাইন খোরশেদ অনেক চেষ্টা করেও এখন আর কবিতা লিখতে পারছেন না। যাও বা লিখছেন সেগুলো ঠিক তার মানের হচ্ছে না। স্ত্রী তিনু দীর্ঘ বিশ বছরের সংসারের মায়া ছেড়ে এক তরুণ আর্কিটেক্টকে বিয়ে করলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কবি, তারপর থেকেই শুরু হয় কবিতার খরা।
হঠাৎই দেখা হয় এক মেয়ে ভক্ত লাবণ্যর সাথে। লাবণ্যকে ভীষণ পছন্দ হয় কবির। এরপর থেকে নিজেকে অমিত ভাবতে শুরু করেন তিনি। ধীরে ধীরে হাসনাইন খোরশেদ আবার কবিতা লিখতে শুরু করেন।
অমিত-লাবণ্যকে ঘিরে গল্প যখন রবী ঠাকুরের শেষের কবিতা পরিভ্রমণে ব্যস্ত ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় সুমিত। উন্মোচিত হয় এক অলঙ্ঘনীয় সত্য; ঘড়ির কাটায় সময় তখন ঠিক ৪.৪৫ মিনিট।
নাটকে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, জ্যোতিকা জ্যোতি, আশিক চৌধুরী প্রমূখ।
নাটকটি আগামী শুক্রবার, ২৯ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।