খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: ইন্ডিয়ান পিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সমর্থনে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
আর সেখানে পৌঁছে সাকিব পতœী দেখা করলেন কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী ও বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। বলিউড অভিনেত্রী জুহি চাওলার বাড়িতেই দেখা হয় শিশির-শাহরুখের। আর এসময় ক্যামেরাবন্দীও হন তারা দু’জন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে শাহরুখের সাথে একটি ছবিও পোস্ট করেন শিশির। ছবির ক্যাপশনে শিশির লিখেন, জুহি চাওলার বাড়িতে একত্রে।
এর আগে সাকিবকে সমর্থন জানাতে ঢাকা ছাড়েন শিশির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গেল সোমবার (২৫ এপ্রিল) ভারতের উদ্দেশে যাত্রা করেন তিনি।
এদিকে টুর্নামেন্টের এবারের আসরে দলের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। তবে আইপিএলের এবারের আসরে এখনও স্বরূপে জ্বলে উঠতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তিন ম্যাচে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৪ রান করেন তিনি।
অন্যদিকে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করেছে কলকাতা। আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের কলকাতা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।