Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: বাংলা নাটকে এক্সপেরিমেন্টাল চরিত্রে অনবদ্য অভিনয় করতে পারদর্শী জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর অন্যদিকে ভিন্নস্বাদের চরিত্রে বেশ মানিয়ে নিতে সমান অভিজ্ঞ আরেক অভিনেতা মারজুক রাসেল। আর এই দুই অভিনেতাকে এবার একটি টেলিছবিতে দেখা যাবে মাতাল ও জমিদার চরিত্রে! মদের নেশা মানুষকে যে কতোটা পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় তারই কার্যকারণ নিয়ে মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে আরিফ শরীফ পরিচালনা করছেন এই টেলিছবি ‘ঘাট কাপড়’।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই, মারজুক রাসেল ও আমিরুল ইসলাম প্রমুখ। আর ২৮ এপ্রিল সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
এই টেলিছবির গল্পে দেখা যাবে বাবা ও ছেলে নেশাগ্রস্ত। আয় রোজগার বা কোন ধরনের কাজ কর্মের ধারে পাশে তারা নেই। মানুষ কাজের কথা বললে তারা কোনো না কোন অযু হাত দেখিয়ে এড়িয়ে যায়। অথচ তাদের ঘরে কোন খাবার নেই। মাধবের গর্ভবতী স্ত্রী অসুস্থ হওয়ায়, তাকে কবিরাজের কাছে নেয়ার মত টাকা নেই তাদের সংসারে। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের দিন চলে।
স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে জমিদার বাবুর কাছ থেকে টাকা এনে সেই টাকা দিয়ে দুজন মিলে মদ খেয়ে শেষ করে ফেলে। হঠাৎ একদিন অসুস্থ স্ত্রী মারা যায়। স্ত্রীর সদগারের জন্য কাপড় কেনার কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকায় মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে বাপ ছেলে- এমন গল্পের বুনুন নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ঘাট কাপড়’।
নেশাগ্রস্ত বাবা-ছেলের এমন নির্মম গল্পের বুনুন টেলিছবিতে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন আমিরুল ইসলাম ও মোশাররফ করিম। ছেলের বউ চরিত্রে আছেন রোবেনা রেজা জুঁই , আর জমিদার চরিত্রে আছেন মারজুক রাসেল।