Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: লাক্সতারকা আজমেরি হক বাঁধন। বর্তমানে নাটক এবং উপস্থাপনা নিয়েই ব্যস্ততায় ডুবে আছেন।
তার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এরমধ্যে রয়েছে আরটিভিতে নির্মাতা সাগর জাহানের রচনা এবং পরিচালনায় ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, একুশে টিভিতে অঞ্জন আইচের ‘রূপকথার মা’, বাংলাভিশনে অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘মেঘের পরে মেঘ জমেছে’ ইত্যাদি।
বৃহস্পতিবার দুপুরে আলাপকালে বাঁধন বলেন, ‘আমি আপাতত এই তিনটি সিরিয়ালে কাজ করছি। কারণ এগুলোর জন্য আগে থেকে শিডিউল দিয়ে রেখেছি। নাটক তিনটি এরমধ্যে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে কাজের উৎসাহটা একটু বেশি পাচ্ছি।’
এছাড়া বাঁধন ঈদের জন্য দু’টি খন্ড নাটকে কাজ শেষ করেছেন। আরো বেশ কিছু নাটকের কথা হয়েছে। শিগগিরই সেগুলোর দৃশ্যধারণ শুরু হবে।
বাঁধন বলেন, ‘যে দুটি নাটকের কাজ শেষ করেছি ওগুলোর গল্প বেশ চমৎকার। খুব মজার গল্পের নাটক। আরো নতুন করে কিছু কাজ শুরু করবো। ঈদ তো, তাই একটু স্পেশাল কাজ করতে চাই। গল্প ও চরিত্রগুলো যেন ভালো লাগার হয় সেদিকে দৃষ্টি রাখছি।’
তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই প্যাকেজ নাটকে একটু কম কাজ করে থাকি। কিন্তু এবার ঈদে হয়তো ছয়-সাতটি নাটক দর্শকরা দেখতে পাবেন বলে আশা করি।’
শুধু নাটক নয়, এর বাইরে বিভিন্ন চ্যানেলের উপস্থাপনা নিয়েও রয়েছে বাঁধনের ব্যস্ততা। বাঁধনের উপস্থাপনায় জি-টিভিতে প্রচারিত হচ্ছে নারীদের নিয়ে রিয়্যালিটি শো ‘আজকের অনন্যা’। এরমধ্যে আলোচনায় এসেছে এই অনুষ্ঠানটি। প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে ‘আজকের অনন্যা’।
আগামী রমজান মাসে এবং কিছুদিনের মধ্যে বেশ ক’টি রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে বলে জানান বাঁধন। বললেন, ‘একটি চ্যানেলে পুরো রমজান মাস জুড়ে ইফতার-সেহরী নিয়ে একটি অনুষ্ঠান প্রচারিত হবে। সেখানে উপস্থাপনা করব। তাছাড়া রান্নার বিভিন্ন রেসিপি নিয়ে কিছু অনুষ্ঠানের কাজও করছি। যেগুলোর শিগগির প্রচারে আসবে।’
এছাড়া এনটিভির হা-শো নামক রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে এবারের সিজনে বাঁধনকে দেখা যেতে পারে বলেও জানাবেন তিনি।