খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: গত ৩ ফেব্র“য়ারি মানহানির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন প্রযোজক মারুফ খান। আদালত মামলাটি আমলে নিয়ে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু ঈশানা আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
কিন্তু আজ ২৮ এপ্রিল দুপুরে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে ঈশানা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন পেয়ে ঈশানা বলেন, ভালো লাগছে। এখন থেকে নিয়মিত আবারও অভিনয়ে ফিরছি।