Fri. Sep 19th, 2025
Advertisements

7খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: পাকিস্তান থেকে ১৯৮০র দশকে চুরি যাওয়া বৌদ্ধ ভাস্কর্য ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় শতকে নির্মিত গৌতম বুদ্ধের পায়ের ছাপ সংবলিত ভাস্কর্যটি পাকিস্তানের সোয়াত ভ্যালি থেকে চুরি হয়। পরবর্তীতে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রে পাচার হয়ে যায়। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, বুধবার ওই ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ডেপুটি চিফ অব মিশন রিজওয়ান সাইদ শেখের কাছে হস্তান্তর করা হয়েছে। জাপানের টোকিও থেকে ভাস্কর্যটি একজন জাপানি ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে চলতি মাসে চুরি করা সম্পত্তি রাখার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সম্প্রতি ভাস্কর্যটি নিউ ইয়র্কে নিলামে ওঠানো হলে এর মূল্য ধার্য হয় এক মিলিয়ন ডলার। তবে কর্তৃপক্ষ এই নিলামটি বন্ধ করে দেয়।