Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: বেরোলেন তিনি। কিন্তু কী আশ্চর্য! কেউ লেডি গাগাকে চিনতেই পারলেন না! পপ-তারকা গাগা বয়িশ স্টাইলে বেরিয়েছিলেন সম্প্রতি। ছেলের সাজে গাগাকে নাকি চেনাই যাচ্ছিল না।
ইনস্টাগ্রামে সেই ছবি দেওয়ার পর ভক্তরা অবাক। এ কোন গাগা! চিরকালই নিজের লুক এর জন্য চর্চায় থাকেন তিনি। এবার তিনি পরলেন চেক শার্ট, কালো স্কিনি জিন্স ও কাউবয় হ্যাট।
বুঝতেই পারছেন চেনা কতটা দুষ্কর! তার সঙ্গে গাগা পরেছিলেন রতœখচিত বুট। যথারীতি তিনি ইনস্টাগ্রামে ‘ভাইরাল’।