খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬: সম্প্রতি বচ্চন পরিবার ফের উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে। এবারে আলোচনার মধ্যমণি অবশ্য অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি। আর এই নভ্যাকে নিয়েই এখন বচ্চন পরিবারে অমিতাভ ঘরণী জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নাকি রীতিমতো ঝগড়া চলছে! অন্তত ভারতীয় সংবাদমাধ্যমের তো তেমনটাই দাবি।
আসলে অমিতাভ ও জয়ার কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি ইদানীং সোশ্যাল মিডিয়ায় নিজের বোল্ড ছবি শেয়ার করতে শুরু করে দিয়েছেন। আর নভেলির এই সাহসী ছবি নিয়েই বেঁধেছে গণ্ডগোল। যা নিয়ে বচ্চন পরিবারে শাশুড়ি আর বউমার মধ্যে শুরু হয়ে গেছে মতের অমিল। নভ্যার নানি জয়া বচ্চন এই ঘটনার বিরুদ্ধে কঠোর মনোভাব দেখালেও নভ্যার মামি ঐশ্বরিয়া দাঁড়িয়েছেন নভ্যার পাশেই। আসলে জয়া বচ্চন চান না নভ্যা সোশ্যাল মিডিয়ায় তাঁর খোলামেলা ছবি শেয়ার করুক। জয়ার মতে, নভ্যার ওই জাতীয় খোলামেলা ছবি বচ্চন পরিবারের সম্মানহানি করছে। অন্যদিকে, ঐশ্বরিয়া মনে করেন, নভ্যাকে কেয়ারফ্রি জীবন যাপন করতে দেওয়াই উচিত। আর এ নিয়েই এখন শাশুড়ি-বৌমার মধ্যে লেগেছে বিবাদ।
গত বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নভ্যা নিজের সাহসী ছবি পোস্ট করে চলেছেন। কখনো বাথরুমে সেলফি, আবার কখনো বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করার ছবি। আর এই নিয়ে নাতনি নভ্যাকে জয়া শাসন করতে গেলেই বাঁধ সাধছেন ঐর্শ্বয। ঐর্শ্বয জানিয়েছেন, পরিবারের সম্মানহানির দোহাই দিয়ে কখনই নভ্যাকে আটকে রাখা উচিত নয়। ফলে বচ্চন পরিবারে ঘরোয়া বিবাদ নাকি এখন বেশ জটিল আকার ধারণ করেছে। শোনা যাচ্ছে, নভ্যা নাকি ইদানীং নানি জয়া বচ্চনকে এড়িয়ে চলতে শুরু করেছেন। তার বদলে এখন নভ্যা তাঁর মামি ঐশ্বরিয়ার সঙ্গেই বেশি বেশি সময় কাটাচ্ছেন। এমনকি নভ্যা নাকি তাঁর মা শ্বেতা বচ্চনের থেকেও অ্যাশের সাথেই বেশি সময় কাটাচ্ছেন এমন খবরও পাওয়া গেছে।