খোলা বাজার২৪, রোববার, ১ মে, ২০১৬: অবশেষে বিচ্ছেদের পথ থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা বেয়ন্স । এবার থেকে নাকি তিনি নিশ্চিত করবেন, তার স্বামী জ্যাজ যাতে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে না পড়েন।
শোনা যাচ্ছে, জ্যাজকে দিয়ে এই মর্মে রীতিমতো চুক্তি সই করিয়েছেন তিনি। চুক্তি ভাঙলেই জ্যাজের সম্পত্তির বেশিরভাগটাই পেয়ে যাবেন বেয়ন্স কিছুদিন আগেই বিরক্ত হয়ে স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। রীতিমতো সাধাসাধি করে বেয়ন্সেকে ফিরিয়ে এনেছিলেন জ্যাজ।
সে সময় একটাই শর্ত দিয়েছিলেন বেয়ন্স। আর শর্ত হলো, ‘তাকে ঠকানো যাবে না’। পোস্ট-নাপ এগ্রিমেন্টও সই করিয়ে নিয়েছেন স্বামীকে দিয়ে। এবার যদি স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন বেয়ন্স এবং বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তবে জ্যাজ তাকে নিজের সম্পত্তির অর্ধেকেরও বেশি দিতে বাধ্য থাকবেন।
এদিকে আবার নিজের গান ‘হ্যালো’ স্বামীকে উৎসর্গ করেছেন বেয়ন্স। কী যে চলছে তার মনে, কে জানে!
সম্প্রতি কেলি রোল্যান্ডের ৩৫তম জন্মদিনে গিয়েছিলেন বেয়ন্স। সেখানে তিনি বিবাহিত জীবনে অনেক সমস্যার কথা বলেন। ভেঙেও পড়েন। সেখানেই বেয়ন্স নিজের মুখে বিয়ে ভাঙার কথা জানিয়েছিলেন।