খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আর এতে আজহারের সাবেক স্ত্রী ও অভিনেত্রী সংগীতা বিজলানির ভূমিকায় অভিনয় করবেন নার্গিস ফাখরি। পর্দায় ক্রিকেটারের স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তার ক্রিকেটার স্বামী পছন্দ নয়।
ক্রিকেটারের সঙ্গে সংসার তো দূরের কথা কোনো ক্রিকেটারকে ডেটও করতে চান না বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। অথচ পতৌদি-শর্মিলা থেকে বিরাট-আনুশকা, সব জমানাতেই দেখা গিয়েছে ক্রিকেট আর অভিনয়ের কেমিস্ট্রি।
নার্গিস এর কারণ হিসেবে বলেন, ‘কারণটা খুবই যুক্তিসঙ্গত। ক্রিকেটার ও অভিনেতা, দু’জনের লাইফস্টাইল প্রায় একই রকম হয়। আজ এখানে, কাল ওখানে, এই ‘হেকটিক’ জীবনে একে অন্যকে দেওয়ার জন্য সময় খুব কম পান। ধীরে ধীরে জীবন থেকে প্রেম হারিয়ে যায়।’
বোঝা যাচ্ছে নার্গিস এমন একজনকে চান যার ওপর তিনি নির্ভর করতে পারবেন। যে মানুষটা তাকে ধরে রাখবে।