খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: অনেকটা আচমকাই পৃথিবী ছেড়ে চলে যান বলিউড অভিনেত্রী জিয়া খান। ২০১৩ সালের ৩ জুন আত্মহননের পথ বেছে নেন ‘নিশাব্দ’ অভিনেত্রী।
সেসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করতে না পেরেই জিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। ঘটনার তদন্ত করতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আসে জিয়া খানের একটি সুসাইড নোট। যেখানে একাধিকবার আদিত্য পাঞ্চোলীর ছেলে সুরজ পাঞ্চোলীর কথা উল্লেখ রয়েছে।
মৃত্যুর কিছুক্ষণ আগেও সুরজের সঙ্গে ফোনে কথা বলছিলেন জিয়া। তারপরই অভিনেত্রীর মা রাবেয়া খান জিয়ার আত্মহত্যায় সুরজ পাঞ্চোলীকে অভিযুক্ত করে মামলা করেন। এতে হৈচৈই পড়ে যায় বলিপাড়ায়।
সোমবার সেই মামলায় সুরজ পাঞ্চোলীর বিচার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করে দেন মুম্বাই হাইকোর্ট। বিচারপতি এন এইচ পাটিল ও এ এম বাদারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। ফলে ৫মে সুরজের বিরুদ্ধে চার্জশিট গঠন হবে।
এর আগে সিবি আইয়ের চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়ে জিয়ার মা রাবেয়া খান বিশেষ তদন্তকারী দলের হাতে তদন্তভার তুলে দিতে আবেদন করেন। ২৫ ফেব্র“য়ারি সুরজের বিচার স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।