খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: চিত্রনায়িকা মাহিয়া মাহি ৮ মে ভারত যাচ্ছেন। এর আগে ছবির শুটিংয়ে গেলেও এবার তিনি যাচ্ছেন ইউরো কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন বিজ্ঞাপনের একটি শুটিংয়ে অংশ নিতে।
এ বিষয়ে মাহি বলেন, সম্প্রতি ইউরো কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী ৯ মে এ পণ্যের নতুন বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতেই ৮ মে ভারত যাচ্ছি। তিন বছরের জন্য এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। এ প্রতিষ্ঠানের হয়ে বিভিন্ন কার্যক্রমে এখন থেকে যুক্ত থাকবো। এ পণ্যের প্রচার ও প্রসারে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র, ইভেন্ট ও কর্মশালায়ও অংশ নেবো।
এর আগে গত বছর ফেয়ার অ্যান্ড লাভলীর মডেল হয়ে মাহি ‘আমাদের সেরা ফর্মুলার সেরা অফার’-এর অংশ হিসেবে সারা দেশে ঘুরে ঘুরে পুরস্কার তুলে দেন ভোক্তাদের হাতে।
মাহি ভারত থেকে ফিরে এসে সজলের বিপরীতে ‘হারজিৎ’ ছবির কাজ শুরু করবেন। এ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। আর কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘অনেক দামে কেনা’। জাজ মাল্টিমিডিয়ায় এ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে আরও অভিনয় করেছেন বাপ্পি ও ডিপজল।
সম্প্রতি মাহি দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।