খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: চলতি বছরের শুরুর দিকেই গুঞ্জনে শোনা গেছে সংসার ভাঙছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান ও আরবাজ খানের। প্রথমে বিষয়টি নিশ্চিত ছিল না বলে গুজব বলেই ধরে নেয়া হয়। শুধু তাই নয়, আরবাজ খান মিডিয়াতে সংসার ভাঙনের খবরটি মিথ্যা বলেও দাবি করেছেন।
তবে একটা সময় গিয়ে তার দেয়া বক্তব্যই মিথ্যা হয়ে যায়। সত্যি সত্যি মালাইকা-আরবাজের সংসার ভেঙেছে। এ মুহূর্তে মালাইকা তার দুই সন্তান নিয়ে আলাদা থাকছেন। ডিভোর্সের বিষয়টি নিশ্চিতই বলা চলে।
এদিকে বিচ্ছেদের কিছুদিনের মধ্যে নামের পাশ থেকে স্বামীর নামের অংশ কেটে দিয়েছেন মালাইকা। এখন তিনি মালাইকা আরোরা খান নয়। শুধুই মালাইকা আরোরা। আর সেটাই প্রমাণ পাওয়া যায় একটি ইভেন্টে তার নাম ঘোষণার ঘটনায়। সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হন মালাইকা। সেখানে উপস্থাপকের হাতে অন্য তারকাদের তালিকায় তার নামও উল্লেখ ছিল। ঘোষণার আগে আগেই উপস্থাপককে মালাইকা নাম পরিবর্তন করতে অনুরোধ জানান। নামের শেষের অংশ অর্থাৎ ‘খান’ পদবি ফেলে দিতে বলেন এ অভিনেত্রী। ওই ইভেন্টের উপস্থাপক খানিকটা বিস্মিত হলেও পরে মালাইকার কথাই রাখেন তিনি।
এদিকে একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিজের নাম পরিবর্তনের জন্য সব জায়গায় অনুরোধ জানাচ্ছেন মালাইকা। এখন যেহেতু আরবাজ খানের স্ত্রী নন তাই নামের পাশে ‘খান’ পদবি জরুরি মনে করছেন না তিনি।