খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শঙ্খচিল’ নিয়ে সমালোচনার ঝড় বইছে এপার বাংলাতে।
অবশ্য ছবিটি মুক্তির আগে দুবাংলার বিশেষ মহলের ধারণা ছিল, এটি দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দাদের এক করবে। অনেকের এমনো ভাষ্য ছিল, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসার বিধি-নিষেধ এবার তুলেই দেয়া উচিৎ।’
কিন্তু গৌতম ঘোষ পরিচালিত এ ছবিটি কলকাতা এবং ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির পরই শুরু হয় সমালোচনা।
বাংলাদেশের সমালোচকদের এক অংশের অভিযোগ, ‘শঙ্খচিল’ ছবিতে দুদেশের সীমান্তকে অনাকাক্সিক্ষত বলে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান স্বরূপ। এমনকি এ ছবিতে বাংলাদেশ অংশের অনুভূতির প্রতিফলন নেই।
পরিচালক গৌতম ঘোষ বিবিসি বাংলাকে বলেন, ‘সীমান্তে কেবল চোরাচালান আর পাচারের গল্পের বাইরে সেখানকার দুই পাড়ে বাস করা মানুষের মানবিক অনুভূতি নিয়ে একটি চলচ্চিত্র বানাতে চেয়েছিলাম।’
তিনি বলেন, ‘ছবিটিতে সীমান্ত দিয়ে দুই দেশের মানুষের বাধাহীন যাতায়াত এবং দুদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের আত্মীয়তার কথা বলতে চেয়েছি।’
এদিকে, বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক ওয়াহিদ সুজন বিবিসি বাংলাকে বলেন, ‘সীমান্তের দুই পাড়ের মানুষের মানবিকতার কথা বলা হলেও, চলচ্চিত্রটির কোথাও বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যা কিংবা নিহতদের পরিবারের যন্ত্রণার কোনো প্রতিফলন দেখা যায়নি।’
‘শঙ্খচিল’ এর প্রধান চরিত্র মুনতাসীর চৌধুরী বাদলের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। চলচ্চিত্রটি এরইমধ্যে সেরা বাংলা ছবি হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।