খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় মা হয়ে হৈ-চৈ ফেলে দেয়া অভিনেত্রী ফারজানা ছবি আবারও মা হয়েছেন। গত ১ মে রাজধানীর একটি হাসপাতালে তিনি দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।
পারিবারিকভাবে ২০১৪ সালে ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকারকে বিয়ে করেন ফারজানা ছবি। বিয়ের পাঁচ মাস পরই তিনি প্রথম পুত্রসন্তানের মা হন।
দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, মাতৃত্ব একজন মেয়ের জীবনে এমনকিছু অজানা- অচেনা আলোর দূয়ার খুলে দেয়, মা হবার স্বাদ না পেলে হয়ত সেই সব বন্ধ দুয়ারের খোঁজই জানা সম্ভব নয়। এই আশির্বাদ আমার জীবনের অমূল্য প্রাপ্তি। তিনি তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গ, ১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের মাধ্যমে ফারজানা ছবির অভিনয়ে অভিষেক হয়। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন।