Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি গেল বছরের মাঝামাঝিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার চিকিৎসার জন্য অর্থ সাহায্য দিয়ে সংগীতাঙ্গনের মানুষসহ অনেকেই এগিয়ে এসেছিলেন।
বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন স্বীকৃতি। বাড়িতে বসেই নিচ্ছেন নিয়মিত ওষুধ ও চিকিৎসা। তবে দারুণ এক খবর হলো ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা এই শিল্পী গানে ফিরছেন। একটি চলচ্চিত্রের আইটেম গানে প্লেব্যাক করতে যাচ্ছেন স্বীকৃতি। ‘কল্প না’ নামের এই ছবিটি পরিচালনা করছেন খান জেহাদ। ‘আজ আমি ফাইসা যাব/ তোর লগে ভাইসা যাব’- এমন কথায় সাজানো আইটেম গানটির কথা লিখেছেন সোমেশ্বর ওলি। মাহমুদ ও মার্সেলের সুর-সংগীতায়োজনে দ্বৈত কণ্ঠের গানটিতে স্বীকৃতির সঙ্গে গাইবেন নাহিয়ান খান। আজ শনিবার, ৭ মে রাজধানীর মগবাজারস্থ অন্তরা স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হবে বলে জানালেন ‘কল্প না’র নির্মাতা খান জেহাদ।
স্বীকৃতি বলেন, আমার জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আবারো গানে ফিরতে পারা। আমি ভাবিনি আবার গাইতে পারবো। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। যতদিন সুস্থ থাকি গানের সঙ্গেই বেঁচে থাকেতে চাই। এই গানের জন্যই এত মানুষকে আমি পাশে পেয়েছি। নতুন করে জীবনটা শুরু করার সাসহ পেয়েছি।