খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: শোনা যাচ্ছিল, কদিনের মধ্যেই বলিউডে পা রাখবেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। কিন্তু সিনেমায় অভিনয়ের আগেই খবরের শিরোনামে পৌঁছে গেলেন সারা। প্রেমিকের সঙ্গে চুমু খেতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন এই তারকা কন্যা। জানা গেছে, দুবাইয়ে পড়াশোনা করা সারার প্রেমিক বীর পাহাড়িয়া নাকি রাজনীতিবিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি।
সাইফ সেই সব সেলেব্রিটি বাবাদের মধ্যে পড়েন যারা ছেলেমেয়েদের প্রচারের আলো থেকে দূরে রাখতে চান। সারাও এতদিন প্রচারের আলোয় খুব একটা আসেননি। কিন্তু করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির ঘোষণার পর থেকে সারা চলে এসেছেন লাইমলাইটে।
একটি সংবাদমাধ্যমে সম্প্রতি ছবিটি প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ভবিষ্যতে পপ তারকা হতে চাওয়া বীর সম্পর্কে লিখেছেন, ‘বীর সুপার সেনসেটিভ হলেও সে এমন একটা ছেলে যার সঙ্গে বিচে হেঁটে বেড়ানো যায়।