Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: বলিউড থেকে হলিউডে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছেই। অবশ্য এ ক্ষেত্রে অভিনেত্রীরাই এগিয়ে আছেন। প্রিয়াঙ্কা চোপড়া বা দীপিকা পাড়ুকোন দুজনই বলিউডের ব্যস্ত অভিনেত্রী, এখন তাঁরা হলিউডের কাজ নিয়ে ব্যস্ত আছেন।
প্রিয়াঙ্কা তো শুধু চলচ্চিত্র নয় টিভি সিরিয়াল দিয়েও মাত করেছেন হলিউড। প্রিয়াঙ্কা অভিনীত ‘কোয়ান্টিকো’ সিরিয়ালের দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই।
বলিউড অভিনেত্রীদের মনে তাই এখন সুপ্ত বাসনা হলিউডে কাজ করার। অবশ্য সবাই সেটা স্বীকার করেন না। সোনম কাপুরকে সেই ক্ষেত্রে স্পষ্টবাদী বলা যায়।
বার্তাসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম কাপুর বলেন, ‘আমি চেষ্টা করছি এবং হলিউডের বেশকিছু ছবির জন্য অডিশন দিয়েছি। কিন্তু এখনো উল্লেখযোগ্য কিছু পাইনি যার জন্য নিজের সময় ও শ্রম খরচ করতে পারি।’
সোনম আরো বলেন, ‘আমি এখনই সঠিক ছবিটা করতে চাই। আমার মনে হয় এটাই সেরা সময় আমার জন্য। সঠিক কাজের জন্য অপেক্ষা করে থাকার জন্য সাহসের প্রয়োজন হয়। আমি আমার বাবার কাছ থেকে কোনো অর্থ নেই না। আমি অনিল কাপুরের মেয়ে মানে এই না যে, বাবা এখনো আমার খরচ বহন করবেন না, মোটেও তা নয়।’
সোনমের বাবা অভিনেতা অনিল কাপুর বলিউডের অন্যতম স্টাইল আইকন। হলিউডের ছবিতেও এক সময় নিয়মিত মুখ ছিলেন তিনি। তবে আজকে সোনম যে জায়গায় পৌঁছেছেন সেটা নিজের অভিনয় প্রতিভার গুণেই। অন্য সবার মতোই তাঁকেও কাজ দিয়েই বলিউডে জায়গা করে নিতে হয়েছে।
গত ফেব্র“য়ারিতে সোনম অভিনীত ‘নীরজা’ ছবিটি মুক্তি পায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটিতে সোনমের অভিনয় প্রশংসিত হয়েছে।