Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হতে যাচ্ছে আগামী ১১ই মে ফ্রান্সের কান শহরে।
এ উৎসবে যোগ দিতেই আজ রাতের ফ্লাইটে এমিরেটস এয়ারওয়েজে চড়ে কানে যাচ্ছেন তৌকীর আহমেদ। এবারের কান উৎসবে তার পরিচালিত নতুন চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’ প্রদর্শন হবে।
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শেদু ফিল্ম’র আওতাধীন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেই বাণিজ্য শাখার আওতাধীনই তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ কান চলচ্চিত্র উৎসবে ‘প্যালেস আই’ হলে আগামী ১৭ই মে সন্ধ্যা ছয়টায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
কান-এ যাওয়ার আগে তৌকীর আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর দর্শকের সামনে আমাদের চলচ্চিত্র তুলে ধরাটা এখন অনেক জরুরি। কান চলচ্চিত্র উৎসব ঠিক তেমনি একটি প্লাটফরম যেখানে আমরা আমাদের ‘অজ্ঞাতনামা’ প্রিমিয়ার করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি আগামীতে আমাদের চলচ্চিত্র নির্মাতারা বিশেষ করে তরুণ চলচ্চিত্র নির্মাতারা কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে আমাদের চলচ্চিত্র নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। কারণ এ সময়ের তরুণ পরিচালকরা অনেক মেধাবী। আর এভাবেই বিশ্ববাজারে আমাদের চলচ্চিত্র স্থান করে নেবে। আজ কান-এ তৌকীর আহমেদের সঙ্গে যাচ্ছেন ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খান, ফরহাদুর রেজা প্রবাল ও বিপাশা হায়াত।
এদিকে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ আগামী ২১শে মে ইতালির ‘গল্প অব নেপলস’র অনুষ্ঠেয় ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বিশ্বের অন্য সাতটি দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে। অন্য সাতটি দেশ হচ্ছে আমেরিকা, চীন, জাপান, জার্মানি, ইরান, ফ্রান্স ও স্পেন। এ ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণের উদ্দেশ্যে কান থেকে তৌকীর ও বিপাশা ১৯শে মে ইতালির উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে ২৪শে মে দেশে ফিরবেন তৌকীর। তিনি জানান, আগামীতে কোনো একটি সুবিধাজনক সময়ে ‘অজ্ঞাতনামা’ দেশে মুক্তি দেয়া হবে। দেশে ফিরে তৌকীর নিজে নাটক নির্মাণের পাশাপাশি আবুল হায়াত, আরিফ খান, সকাল আহমেদ, শাহাদাৎ রাসেলের নির্দেশনায় ঈদ নাটকের কাজ করবেন।