খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: মার্কিনি অভিনেত্রী মেগান ফক্স সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সিনেমাতে ‘অশ্লীল’ কোন দৃশ্যে অভিনয় করবেন না তিনি।
‘ট্রান্সফর্মার্স’ খ্যাত এই অভিনেত্রী চান না, তার সন্তানেরা তাকে কোন ‘অস্বস্তিকর দৃশ্যে’ অভিনয় করতে দেখুক।
মেগানের ভাষ্যে, “নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে, যেগুলো মায়েদের কখনোই করতে দেখা উচিৎ নয় কোন ছেলের। আমি এরমধ্যেই বেশ কয়েকটি ভালো চিত্রনাট্য পড়েছি, যেগুলোতে মেধাবী মানুষেরা কাজ করছেন, প্রতিভাবান নির্মাতারা সেসব সিনেমা বানাচ্ছেন। কিন্তু সেসব সিনেমার নারী চরিত্রদের এমন সব কাজ করতে হবে, যা আমি কখনোই চাইবো না আমার ছেলেরা দেখুক।”
২৯ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, “এইচবিও’র প্রযোজনায় একটি সিনেমার প্রস্তাব আমি পেয়েছিলাম, যার গল্প একজন যৌনকর্মীকে ঘিরে আবর্তীত হয়েছে। এবং এতে রয়েছে খুবই রগরগে কিছু দৃশ্য- যেগুলো সাধারণত পর্নোগ্রাফিতে দেখা যায়। যে নারী ওই চরিত্রে অভিনয় করবেন, তার জন্য এইসব দৃশ্য খুবই অবমাননাকর।”
মেগান মনে করেন, সন্তানেরা কি দেখবে আর কি দেখবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল মায়েরই। নিজের সন্তানদের ক্ষেত্রেও সিদ্ধান্তটা তাই নিজেই নিয়েছেন তিনি।
“আমি মনে করি না, আমার সন্তানেরা এই ধরণের দৃশ্যে আমাকে দেখাটা সহ্য করতে পারবে। এই ব্যাপারে তারা বাস্তবতা আর শিল্পের পার্থক্য ধরতে পারবে না। তার উপর তাদের জন্য এটা আরও কঠিন হয়ে উঠবে, কারণ এখানে অভিনয় করছে তাদের নিজেদের মা।”
বিশ্বজুড়ে আবেদনময়ী তারকা হিসেবে খ্যাতি পাওয়া মেগানের রয়েছে দুই সন্তান, তিন বছর বয়সী নোয়াহ আর দুই বছর বয়সী বোধি। এই মুহুর্তে তিনি তার তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।