খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনীভিত্তিক ছবি ‘আজহার’-এ ইমরান হাশমির অভিনয়ে মুগ্ধ আজহারউদ্দিন স্বয়ং।
আগামী ১৩ মে সিনেমা মুক্তি পাবে ‘আজহার’। তার আগে সোমবার হজরত নিজামুদ্দিন দরগায় প্রার্থনা জানাতে যান ইমরান। তার সঙ্গেই ছিলেন আজহারউদ্দিন। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার সিনেমার বিশেষ করে ইমরান হাশমির ভূয়সী প্রশংসা করেছেন।
প্রাক্তন এই স্টাইলিশ ব্যাটসম্যান বলেছেন, ‘ইমরান খুবই পেশাদার। ও সিনেমায় নিজের ভূমিকার প্রতি যথার্থ সুবিচার করেছে। ওকে খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন।’
টনি ডি সুজা পরিচালিত এই সিনেমা আজহারের জীবন নিয়ে তৈরি হয়েছে। ২০০০ সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কালো ছায়া নেমে আসে তার জীবনে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তাকে আজীবন নিষিদ্ধ করে। যদিও ২০১৩-তে অন্ধ্র হাইকোর্ট এই নিষেধাজ্ঞা খারিজ করে।