খোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: তারকাদের ভক্ত থাকবে এটাই স্বাভাবিক। আর ভক্তরা পছন্দের তারকার জন্য বিভিন্ন কাণ্ড করবেন এটাও অস্বাভাবিক নয়।
সম্প্রতি তেমনি এক পাগল ভক্ত পেয়েছেন ‘জান্নাত’ খ্যাত অভিনেত্রী সোনাল চৌহান। নাম না জানা সেই ভক্ত নাকি একটি, দুটি নয় আট হাজার গোলাপ পাঠিয়েছে এ অভিনেত্রীকে।
ইন্সটাগ্রামে ঘর ভর্তি গোলাপের সঙ্গে ছবি পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন : ‘আট হাজার গোলাপ, কিন্তু এখনো জানি না কে সে! এই এক ভাবেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি।’
ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছাড়াও কয়েকটি দক্ষিণী সিনেমায় দেখা গেছে সোনালকে। ভক্তের ফুল পেয়ে এ অভিনেত্রী যে ভীষণ খুশি তা আর বলার অপেক্ষা রাখে না।