Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: সারা দেশে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তিনটি সিনেমা। এগুলো হচ্ছে—এজে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’, সায়েম জাফর ইমামির ‘রুদ্র: দি গ্যাংস্টার’ ও নুরুল ইসলাম প্রীতম পরিচালিত ‘দিওয়ানা মন’।
‘অজান্তে ভালোবাসা’ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক এবং আলিশা। এ ছবি দিয়েই অভিষেক হচ্ছে সাইমন-আলিশা জুটির।
ছবিটির পরিচালক সাইমন বলেন, ‘অজান্তে ভালোবাসা কম বাজেটে নির্মিত একটি বিনোদনমূলক। আশা করি দর্শকদের ভালো কিছু দিতে পারবো।’
‘অজান্তে ভালোবাসা’ ছবিটি মুক্তি পাচ্ছে ৪৪টি প্রেক্ষাগৃহে।
অন্যদিকে ‘রুদ্র: দি গ্যাংস্টার’ ছবিতে জুটি বেঁধেছেন এবিএম সুমন এবং পিয়া বিপাশা। ছবিটি প্রসঙ্গে সুমন বলেন, ‘এতে ভালো একটা গল্প আছে। সেই সাথে ছবিতে আমার উপস্থিতির চমক থাকছে। এটি দর্শকদের ভালো লাগবে।’
‘রুদ্র: দি গ্যাংস্টার’ মুক্তি পাচ্ছে ৪৫টি প্রক্ষাগৃহে।
এদিকে, নতুন জুটি নিয়ে নুরুল ইসলাম প্রীতম পরিচলিত ‘দিওয়ানা মন’ ছবিটি তেমন ভাবে আলোচনায় আসতে পারেনি। ছবিটিতে অভিনয় করেছেন রাফি সালমান ও নির্ঝনা।