Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: মাত্র এক রানে হারার কারণে নিজের আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের ওপর দোষ চাপিয়েছেন প্রীতি জিনতা, এমন খবর চাউর হয়েছে সম্প্রতি। তবে বিষয়টি ভালোভাবে নেননি এই অভিনেত্রী।
মোহালিতে অনুষ্ঠিত সোমবারের ম্যাচে শুধু এক রানের জন্য রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালরের কাছে হেরে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর এক পত্রিকায় খবর আসে, খেলোয়াড়দের এই ব্যর্থতার দায় নাকি কোচের উপর চাপিয়েছেন দলের মালিক প্রীতি জিনতা। এমনও শোনা যায়, কোচ সঞ্জয় বাঙ্গারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তিনি।
খবর প্রকাশের পর বৃহস্পতিবার ১২ মে নিজের ফেইসবুক পেইজে বিষয়টি পরিষ্কার করেন প্রিতি।
তিনি লেখেন, “সাংবাদিকরা কীভাবে নির্জলা মিথ্যা বলে এবং তাদের বিরুদ্ধে যে মানহানির মামলা করাই উচিত, তারই একটি জ্বলন্ত প্রমাণ হল এই খবর! সবাইকে জানিয়ে রাখি, আমি ভদ্রতা জানি এবং আমি স্কুলেও পড়েছিৃ আমি অবশ্যই আমাদের কোচকে অসম্মান করবো না কিংবা কাউকে খারাপ কথা বলব না। আর অবশ্যই কোন গালি দেবো না। আপনাদের সেই খবরটি পুরোপুরি লিঙ্গ বৈষম্যমূলক, বানোয়াট এবং অতিরঞ্জিত।”
পুরো বিষয়টি আরও পরিষ্কার করতে প্রিতি লেখেন, “আমি ভিরু এবং সঞ্জয়ের সঙ্গে শুধু ২০ সেকেন্ড কথা বলেছিলাম, আমি জিজ্ঞেস করেছি কেন অ্যাক্স (মিলার) সময়মত ব্যাট করেনি। এর ঠিক পরপরই আমি ভিরাট কোহলিকে জয়ের শুভেচ্ছা জানাই, তার সঙ্গে কিছুক্ষণ কথাও বলি। আমার কথা হয় শেইন ওয়াটসনের সঙ্গে, এরপর আমি আমার স্বামীর সঙ্গে মাঠ ছেড়ে চলে যাই কারণ আমি হতাশ বোধ করছিলাম।”
আইপিএল উপলক্ষে মার্কিন স্বামী জিনি গুডএনাফের সঙ্গে কিছুদিনের জন্য ভারতে এসেছেন প্রীতি জিনতা। ফেইসবুক পোস্টে আরও জানালেন নিজের হতাশার কথা।
“আমি অস্বীকার করবো না যে আমি হতাশ হইনি। তবে একজন সাংবাদিক কোন সাহসে একটি বানোয়াট খবর ছাপায় এবং আমাকে খলনায়িকা বানায়! শুধু আমি এই ‘টাকা দিয়ে কেনা’ গণমাধ্যমকে সমর্থন করি না বলে আমাকে দুর্বল ভাবার কিছু নেই। আইনব্যবস্থা ধীরগতিতে এগোয় বলে ভারতীয় সাংবাদিকরা যখন খুশি তখন তারকাদের উপর আক্রমণ করে।” লেখেন প্রীতি জিনতা।