খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: লিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবার মা হচ্ছেন? টুইটার জগতে খবরটি নিয়ে বেশ মাতামাতি হচ্ছে। কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার দুর্দান্ত উপস্থিতির মধ্যেই প্রশ্নটির সৃষ্টি হয়েছে। কুয়েতের আলী ইউনিসের ডিজাইন করা গাউন পরে তিনি দুনিয়াকে মাত করেছেন মোহময়ী রূপ দিয়ে। কোনো দিকেই ত্রুটি ছিল না নিজেকে ফুটিয়ে তুলতে।
কিন্তু তবুও কেউ কেউ ত্রুটি হয়তো খোঁজার চেষ্টা করেছে। আর তা দিয়েই টুইটার জগতে ঝড় তোলার চেষ্টা করছেন।
উৎসবে ঐশ্বরিয়া কসমেটিক জায়ান্ট খ’ঙৎল্কধষ চধৎরং-এর প্রতিনিধিত্ব করছেন।
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তাদের এখন পর্যন্ত একটি সন্তান রয়েছৈ। নাম আরাধ্য।