Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: বিপাশা বসুর বিয়ের দিকে যেমন সবাই তাকিয়ে ছিলেন। ঠিক তেমনি যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের প্রহর গুনছে গোটা ভারত।
বিয়ে নিয়ে অনেককিছু চিন্তাভাবনাও করা হয়ে গেছে দু’জনের। যুবি ও হ্যাজেল স্থির করেছেন— শিখ ও হিন্দু মতে তারা বিয়ে করবেন। তবে বিয়ের আগেই কিন্তু মিয়াঁ-বিবি একে অপরের দোষত্রুটি খুঁজে বের করে ফেলেছেন। আর পাঞ্জাবী অলরাউন্ডার ও হ্যাজেল তা খুল্লামখুল্লা জানাচ্ছেনও।
হ্যাজেলের যে জিনিসটা যুবরাজের সবচেয়ে ভাল লাগে, তা হল, হ্যাজেল খুব কেয়ারিং। যুবরাজকে দেখেশুনে রাখেন।
যুবি জানিয়েছেন, হ্যাজেলের কোনও জিনিসই তার খারাপ লাগে না। কিন্তু হ্যাজেল যদি সিদ্ধান্ত নিজে নেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের দ্বারা পরিচালিত না-হন, তাহলেই ভালো হবে। এমনটাই বক্তব্য যুবির। ঘুরিয়ে কিন্তু হ্যাজেলের খুঁতটাই ধরলেন যুবি।
ছেড়ে দেওয়ার পাত্রী নন হ্যাজেল। যুবিকে পাল্টা তিনি বলছেন, ‘যুবির হৃদয় খুব বড়।’ বড় মনের মানুষ যুবরাজ সিং। যুবরাজকে তার বেশ ভালই লাগে। কিন্তু কোথাও যাওয়ার থাকলে যুবরাজ একেবারে শেষ মুহূর্তে তা জানান হ্যাজেলকে। আর তখনই তৈরি হয় সমস্যা। তৈরি হয়ে নেওয়ার জন্য বেশি সময়ও হাতে থাকে না হ্যাজেলের। আর তখনই যুবরাজ তাড়া দিতে থাকেন। বলেন, ‘তুমি তৈরি হতে অনেক সময় নাও।’
আর এর মধ্য দিয়ে কার্যত হ্যাজেলও যুবরাজের খুঁত ধরলেন। অবশ্য সংসার বাঁধার আগেই যুবি-হ্যাজেলের একে অপরের দোষত্রুটি ধরে ফেলার বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু দেখছেন না কেউ।