খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: বলিউডের আনাচে কানাচে খবর, এবছরই বিয়ে করবেন সালমান খান। পাত্রী রোমানিয়ান সুন্দরী মডেল লুলিয়া ভান্তুর। ওদিকে লুলিয়ার সঙ্গে নিজের প্রেমের কথা ধীরে ধীরে স্বীকার করে নিচ্ছেন সালমান। গত শুক্রবার ১৩ মে প্রীতি জিনতার রিসেপশন অনুষ্ঠানে একই গাড়িতে চড়ে দু’জনের উপস্থিত হওয়া এমনটাই আভাস দিচ্ছে। কিন্তু এর আগেই প্রকাশিত হল একটি চমকপ্রদ খবর। সালমানের বর্তমান প্রেমিকা লুলিয়া নাকি বিবাহিত! সম্প্রতি ছবিসহ খবরটি প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে।
সালমানের বিভিন্ন সময় অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক কারোর অজানা নয়। তবে সেটি প্রেম পর্যন্তই সীমাবদ্ধ ছিল। বিয়ে পর্যন্ত গড়ায় নি সেই প্রেম। আর এই প্রেমিকার তালিকায় আছেন ঐশ্বরিয়া, ক্যাটরিনা, সঙ্গীতা বিজলানি সহ প্রচুর নাম। এবার তার প্রেমিকা লুলিয়ার অজানা তথ্য ফাঁস করছে ভারতীয় গণমাধ্যমগুলো। বলিউডের এই সুপারস্টারের সঙ্গে প্রেমে জড়ানোর আগে রোমানিয়ান সংগীত পরিচালক মারিয়াস মোগার সঙ্গে বিয়ে হয়েছিলো লুলিয়ার। সম্প্রতি প্রাক্তন স্বামীর সঙ্গে লুলিয়ার তোলা কিছু ছবি ভাইরাল হয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়।
দীর্ঘদিন প্রেম করার পর ২০০৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সেটি বেশি দিন স্থায়ী হয়নি। ২০১১ সালে চার বছরের সংসারের ইতি টানেন তারা।
উল্লেখ্য, ২০১১ সালে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ে পরিচয় হয় সালমান ও লুলিয়ার। আর এবার মায়ের উদ্যোগে এ বছরের শেষের দিকে লুলিয়াকে বিয়ে করে ব্যাচেলর জীবনের সমাপ্তি ঘটাতে চলেছেন সালমান।