Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46kখোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: ভারতীয় নারী ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সোনা চৌধুরীর বই ‘গেম ইন গেম’ নিয়ে সম্প্রতি প্রবল আলোড়ন শুরু হয়েছে। ওই বইয়ে সোনা নারী ফুটবলারদের উপর যৌন নির্যাতনের কথা প্রকাশ্যে এনেছেন। লিখেছেন কীভাবে বাধ্য হয়ে তাদের সমকামী সেজে থাকতে হত!
চলচ্চিত্র জগতেও কি মেয়েদের একই রকম সমস্যার মুখোমুখি হতে হয়? এ নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় নিজের অভিজ্ঞতা কথা বলেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
বলেছেন, ‘এখন বিষয়টা অনেকটা আলাদা। তবে আগে মানে ১৯৯৯-এ আমার কামব্যাকের আগে আমি নিজেও বিভিন্ন সমস্যা ফেস করেছি। আমাকে নায়িকার রোল অফার করা হয়েছে। সঙ্গে অন্য কিছুও অফার করা হয়েছে। সে অফারে রাজি হইনি বলে নায়িকাও হতে পারিনি। কিন্তু একটা কথা তখন থেকেই বিশ্বাস করতাম, ভাল অভিনয় করতে পারলে কেউ আমাকে বাদ দিতে পারবে না।
কারা এ সব অফার করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রযোজকরা। এ সব প্রযোজকরা তো বেসিক্যালি ছুঁচো। নিজেরা কিছু বলত না। মিডিয়েটারের মাধ্যমে অফার দিত।
কী বলতেন মিডিয়েটাররা?
‘ধরুন কোনও প্রযোজক কোনও চরিত্রে আমাকে নেওয়ার কথা বলেছেন। কয়েকদিন পর তার কোনও অনুচর এসে বলত, ‘দাদা না তোমার সঙ্গে একটু আলাদা ভাবে কথা বলতে চান’— আমি পাল্টা বলতাম, আমার সঙ্গে আবার আলাদা কথা কী?
তবে পরিচালকদের কারণে ওই ফাঁদে পা দিতে হয়নি বলে এই অভিনেত্রী বলেন, ‘সে সময় ভগবানের মতো সব পরিচালকরা ছিলেন। একটা ঘটনার কথা বলতে পারি, জগন্নাথ গুহর সঙ্গে তখন ‘ফেরিঘাট’ সিরিয়ালের শুটিং করছি। ওরকম একজন প্রযোজকের সেক্রেটারি এসে বলল, ‘দাদা আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলবেন। আমি কী বলব, জগাদা বলে উঠলেন, ‘ওকে গিয়ে বলে দাও কোনও প্রযোজকের সঙ্গে অপরাজিতা আঢ্য দেখা করবে না।