Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

আবারও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছেন সালমানখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: বলিউড তারকা সালমান খানের বয়স এখন ৫০ উর্ধ্ব। কিন্তু শারীরিক গঠন থেকে শুরু করে সবকিছুই কোনো যুবকের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু মাঝখানে সমস্যা হয়েছে তার চুলে। বয়সের সঙ্গে সঙ্গে চুলও ঝরছে নিয়মিত। কিন্তু সাল্লু ভাইতো এতো সহজে মাথায় টাক হতে দেবেন না। তাইতো আবারও হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গতকাল সোমবার লুলিয়া এবং তার মা সালমাকে নিয়ে প্যানভেল ফার্মহাউজে গেছেন সালমান। হঠাৎ করে তার ফার্মহাউজে যাওয়ার উদ্দেশ্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো।
তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য দুবাই থেকে একজন চিকিৎসকও আসছেন প্যানভেল ফার্মহাউজে। এখানেই শেষ নয়। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের অংশ হিসেবে আগামী কয়েকদিন কিছু নির্দেশনা মেনে চলতে হবে সালমানকে। সব সময় তাকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতে হবে। কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। এতে ঘামের কারণে চিকিৎসার ক্ষতি হতে পারে।
হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি সালমান খানের নতুন নয়। এর আগে ২০০৩ এবং ২০১২ সালে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি।