খোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: বলিউডের তারকা জুটি আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্কে ভাঙনের ঢেউ লেগেছে। সিদ্ধার্থের জীবনে নাকি নতুন আরেক নারীর আগমন ঘটেছে।
টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যায়, সিদ্ধার্থকে মুম্বাইয়ের এক রেস্তুরায় সম্প্রতি ‘রহস্যময়ী’ এক নারীর সঙ্গে দেখা গেছে। নৈশভোজের পর একসঙ্গে সিদ্ধার্থের বাড়ি যান দুজন।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে গিয়ে সিদ্ধার্থ-আলিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে কখনই জনসম্মুখে তা স্বীকার করেননি আলিয়া-সিদ্ধার্থ। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে সিদ্ধার্থের বাড়তি ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছেন না আলিয়া।
শ্রদ্ধার নতুন সিনেমা ‘বাঘি’র সাফল্য উদযাপনে যখন সবাই অংশ নিয়েছিলেন, তখন দেখা যায়নি আলিয়াকে। তার অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
গত কয়েক মাস ধরেই নানা কারণে একের পর এক ঝগড়া চলছে আলিয়া-সিদ্ধার্থের মধ্যে। অনেকেই ধারণা করছেন, সম্ভবত এ জন্যই হয়েছে তাদের বিচ্ছেদ।