Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: কান চলচ্চিত্র উৎসব যেনতেন জায়গা নয়। বিশেষ করে, অনুরাগ কশ্যপের জন্য পয়মন্ত স্থান বললে ভুল হবে না। এখানে তো আর তিনি অসফল হতেই পারেন না। ডিরেক্টরস ফোর্টনাইটে তাঁর নিও-নয়্যার থ্রিলার ‘রমন রাঘব ২.০’ প্রদর্শনের পর প্রশংসিত হয়েছেন দুনিয়াজোড়া সমালোচকের কাছে, নওয়াজউদ্দিন সিদ্দিকীও পেয়েছেন অসামান্য অভিনয়ের কদর।
এই ছবিতে নওয়াজ অভিনয় করেছেন এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের চরিত্রে। অবলীলায়, নিজের বিশ্বাসে ভর করে চলা এক সাইকোপ্যাথের চরিত্রে কতটা হিংস্র হয়ে উঠতে পারেন তিনি; তার নিদর্শন সবাই দেখেছেন ছবির ট্রেলারে।
পাঁচ বছরের মধ্যে এটি কানে অনুরাগের তৃতীয়বারের মতো ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শনী। হলিউডের বেশ কিছু প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা হয়েছে।
গতকালই কান উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। এ সময় উপস্থিত ছিলেন অনুরাগ ও নওয়াজ। ছবির আরো কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন সেখানে।
স্ক্রিন ইন্টারন্যাশনালের বক্তব্য, ‘রক্তপিপাসু এবং হৃদস্পন্দন জাগিয়ে তোলা দুর্দান্ত এক থ্রিলার, সেই সঙ্গে দারুণ অভিনয় আর সংগীতের সমন্বয়।’
দ্য হলিউড রিপোর্টারের সব স্তুতি নওয়াজকে ঘিরে, ‘আর দশটা ছবির মতোই হতে পারত, কিন্তু হয়নি ভয়াবহ খুনির চরিত্রে নওয়াজউদ্দিনের রক্তহিম করা অভিনয়ের কারণে।’ এমনকি ‘সাইলেন্স অব দ্য ল্যাম্বস’-এ অ্যান্থনি হপকিন্সের অসামান্য উপস্থিতির সঙ্গে মেলানো হয়েছে নওয়াজের পারফর্ম্যান্স।
ভক্তদের জন্য সুখবর, শিগগিরই ভারতের প্রেক্ষাগৃহে আসছে ‘রমন রাঘব ২.০’!