Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: বলিউড তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক নিয়ে অনেক রটনা রটেছে। জানুয়ারি মাসেই তাদের মধ্যে ফাটল ধরে। একে অন্যের কাছ থেকে দূরে সরে যান। কেউ কারো মুখ দেখেননি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কে নতুন মোড় নিয়েছে দুই ভূবনের দুই তারকার মধ্যে। ফোনালাপের মাধ্যমে ধীরে ধীরে কাছাকাছি আসেন আনুশকা-কোহলি। সমঝোতাও হয়ে যায় দুজনার। বাকি ছিল দেখা করার। সেটাও হলো। সম্প্রতি একটি সেলিব্রেশন পার্টিতে একসঙ্গে দুজন অংশ নেন।
আইপিএল-এ গুজরাট লায়ন্সের বিপক্ষে জয়ের পর গত ১৪ই মে রাতটি উদযাপন করে কোহলির দল রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু। উৎসব মুখর সময়টিতে প্রেমিকাকে নিয়ে হাজির হন কোহলি। একসঙ্গে দীর্ঘসময় কাটান দুজন। অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের একজন তাদের ক্যামেরাবন্দিও করেন।