খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ হয়েছে বেশ ক’বছর গড়ালো। এখন তারা আলাদাভাবেই থাকছেন। তবে ছেলেদের জন্মদিন কিংবা বিশেষ কোনো কারণে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এবারও সেই ধারাবাহিকতা একই ফ্রেমে বাঁধা পড়লেন সাবেক এ জুটি।
সম্প্রতি মুম্বইয়ের সমাজ সেবক অনু দেওয়ানের আয়োজন করা একটি পার্টিতে একসঙ্গে অংশ নিয়েছেন হৃতিক ও সুজান। সেখানে দুজন বেশ কাছাকাছিই ছিলেন তারা। পিংকভিলার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অনুষ্ঠানে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে অনেকক্ষণ। তবে কি ধরনের কথা বলেছেন সে বিষয়ে জানা যায়নি। তাদের মধ্যে আলাপচারিতার মুহূর্ত ফ্রেমবন্দি করতে এগিয়ে আসেন ভারতীয় ক্রিকেটার জহির খান। অবশ্য ছবি তোলার সময় হৃতিক-সুজান একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছিলেন। কিন্তু জহির খানের অনুরোধ রাখতে পারেনি। অনেকটা বাধ্য হয়ে ছবি তোলেন।
এর আগে এমন সামাজিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি হৃতিক-সুজানকে। উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর মাসে ১৩ বছরের সংসার জীবনের ইতি টানেন দুজন। এরপর থেকে দুজন ভিন্ন পথেই চলছেন। অবশ্য ইদানীং একটু ঘনঘনই কাছাকাছি হচ্ছেন হৃতিক ও তার সাবেক স্ত্রী।
শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে কঙ্গনার সঙ্গে আইনি লড়াইয়েও সাবেক স্বামীর পক্ষে অবস্থান করেছেন সুজান। আর এসব নিয়ে বলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। সম্পর্ক ভেঙে যাওয়ার তিন বছর পর সমঝোতায় আসছেন হৃতিক-সুজান। আর হালের মেলামেশার ধরণ অনেকটা তারই ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।