Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: ভারত সফরে গেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। গত বুধবার রাতের খাবার বা ডিনারের আমন্ত্রণে সদলবলে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়িতে এক ভোজসভায়। অতিথি হিসেবে শাহরুখের আমন্ত্রণ রক্ষা করায় টিম কুককে ‘রকস্টার’ বলে আখ্যা দিয়েছেন প্রযুক্তিপ্রেমীখ্যাত শাহরুখ।
শাহরুখের ভোজে টিম কুক ছাড়াও বলিউডের আরও অনেকে হাজির হন। এর মধ্যে রয়েছে বচ্চন পরিবারের অমিতাভ বচ্চন, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া ছাড়াও মাধুরী দীক্ষিত, আমির খান প্রমুখ।
অতিথিদের ধন্যবাদ দিয়ে এক টুইটে শাহরুখ লিখেছেন, ‘সবাইকে আমন্ত্রণ রক্ষা করার এবং টিম কুক ও তাঁর টিমকে উষ্ণ ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। টিম কুক আপনি একজন রকস্টার।’