Sat. Sep 20th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: সানরাইজ হায়দ্রবাদকে ২২ রানে হারিয়ে আইপিএলের প্লেঅফ নিশ্চিত করল কলকাতা নাইটরাইডার্স।
এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা। জবাবে ১৪৯ রানে থেমে যায় সানরাইজ।
সাকিব আজ রান পাননি। ১০ বল খেলে ৭ রান করে সাজঘরে ফেরেন। বল হাতে ৩৪ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
মুস্তাফিজ নিজের প্রথম দুই ওভারে ২০ রান দিলেও স্লগ ওভারে দারুণ করেন। নিজের শেষ দুই ওভারে ১২ রান খরচ করেন। নেন এক উইকেট। এরমধ্যে ১৯তম ওভারে চতুর্থ ওভার করতে শেষে দেন মাত্র ৩। মুস্তাফিজের উইকেটসংখ্যা এখন ১৬টি। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় আছেন চতুর্থ স্থানে।
কলকাতার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ইউসুফ পাঠান। ৩৪ বল খেলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। মনীষ পাণ্ডে করেন ৪৮।
সানরাইজের অধিনায়ক ডেভিড ওয়ার্নার শুরুতে ফিরে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেখর ধাওয়ান ৫১ করে ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বলার মতো আর কেউ কিছু করতে পারেননি।
এই জয়ের পর ১৪ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় কলকাতা। প্রথম স্থানে গুজরাট লায়ন্স। তাদের পয়েন্ট ১৮। মুস্তাফিজরা ১৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয়। এই তিন দলের প্রথম রাউন্ডে আর ম্যাচ বাকি নেই। চতুর্থস্থানে বেঙ্গালুরু। পঞ্চম স্থানে দিল্লি। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে এই দুই দল রাতে মাঠে নামবে। যারা জিতবে তারাই চতুর্থ দল হিসেবে প্লেঅফ খেলবে। দুই দলের পয়েন্টই ১৪।