Mon. Sep 22nd, 2025
Advertisements

15kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: মুন্সীগঞ্জে নিমতলীর কলাবাগান এলাকায় ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে মাওয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। আজ সোমবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- শুভ (১৮), রোহিত (১৭) ও রফিক (১৮)।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহাম্মেদ জানান, মাওয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত ১৭ জন আহত হন। পিকআপ ভ্যানের আরোহীরা সবাই ঢাকার বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, মুন্সীগঞ্জের দুর্ঘটনায় ১৭ জনকে আজ ভোরে হাসপাতালে আনা হয়।হাসপাতালে আনার পর পরই গুরুতর আহত তিনজন মারা যায়। আহত অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।