খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: সাধারণত বিজ্ঞাপনের জন্য পুরুষ কিংবা নারী মডেলকে বেছে নেন সবাই। কিন্তু ভারতের কেরালার পোশাক ডিজাইনার শর্মিলা নায়ার তার শাড়ির মডেলের জন্য বেছে নিয়েছেন রূপান্তরকামী মডেলকে।
রেড লোটাস নামে শাড়ির মডেলদের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগেরমাধ্যমে শেয়ার করেন শর্মিলা। তারপর থেকেই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
শাড়ির মডেলিংয়ে অংশ নেন মায়া মেনন এবং গোউরি সাবিত্রী নামে দুজন রূপান্তরকামী মডেল। মাজহাবি নামের সুতির শাড়ি পরে তারা ফটোশুট করেন। মাজহাবি মালায়ালাম শব্দ যার অর্থ রঙধনু। শাড়িগুলো হলুদ, লাল, কমলা এবং সবুজসহ বিভিন্ন রঙের। যা এলজিবিটি পতাকার রঙের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি।
এ সম্পর্কে সামাজিক যোগাযোগেরমাধ্যমে শর্মিলা নায়ার জানান, দুর্দশাগ্রস্থ সমাজবিচ্ছিন্ন রূপান্তরকামী সম্প্রদায়কে আলোচনায় নিয়ে আসার জন্যই এটি করা হয়েছে।
গত নভেম্বরে কেরালা আনুষ্ঠানিকভাবে রূপান্তরকামী নীতিমালা তৈরি করে। যার মাধ্যমে ২৫ হাজার রূপান্তকামীকে সমতা, মর্যাদা এবং অর্থনৈতিক উন্নয়ন প্রদান করা হবে।