Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: নিজেকে কাজের মেয়ে বললেন কাজল বিয়ে করে ভালো করে সংসার করবেন তাই বলিউডে জনপ্রিয় থাকা অবস্থায় আচমকাই চলচ্চিত্র ছেড়ে বাড়ির অন্দরমহলবাসী হয়েছিলেন কাজল। মাঝে দু’তিনটি ছবি করলেও, সন্তান লালনপালনের জন্য গত ১০ বছরেরও বেশি সময় সিনেমায় মুখ দেখাননি তিনি। এই মুহূর্তে কাজল-অজয় দেবগণের মেয়ে নিসার বয়স ১৩, ছেলে যুগের পাঁচ বছর। গত বছর রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’-তে শাহরুখের বিপরীতে বলিউডে ফেরেন কাজল।
কিন্তু, কাজল এখন এতটাই ক্ষিপ্ত যে প্রচণ্ড রেগে আছেন। সকালে চোখ খোলার পর থেকে রাতে ঘুমনোর আগে পর্যন্ত ছেলে ও মেয়ের পিছনেই সময় দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন তিনি। মেয়ে কি ভুলে গেল, ছেলের কোন কাজটা করা হয়নি। সব নিজের হাতে করেন কাজল। চলচ্চিত্রের কাজ সিঁকেয় ওঠার জোগাড়। তারই মধ্যে মেয়ে ও ছেলের নাকি অভিযোগ, তারা যখন বাড়িতে থাকে কাজলকে দেখতেই পায় না।
কাজল নিজেই বলেছেন, একদিন তো ছেলে বাড়িতে ঢুকেই বলল, আমি যখন চাই তখন বাড়িতে ঢুকব, তুমি এভাবেই প্রতীক্ষায় থাকো, এটাই আমি চাই।
কাজলের দাবি, আসলে সন্তানরা তার মায়ের মধ্যে কাজের মেয়ের ছবি দেখে, আর সেটাই মনে করে। একথা বলেই একপ্রস্থ হেসেও ফেলেছেন কাজল।